বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পুলিশের সহযোগিতায় হারানো শিশুকে ফিরে পেল বাবা-মা 

কুমিল্লা প্রতিনিধি

পুলিশের সহযোগিতায় হারানো শিশুকে ফিরে পেল বাবা-মা 

ঢাকায় মামার বাসায় বেড়াতে যাওয়ার জন্য বাসা থেকে বের হওয়ার ৬১ দিন পর কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশন থেকে স্থানীয়দের সহযোগিতায় শিশু মতিউরকে (৮) থানায় হস্তান্তরের পর থানা পুলিশ সহযোগিতায় হারিয়ে যাওয়া শিশুকে ফিরে পেল বাবা মা। 

শিশু মতিউর ভোলা জেলার লালমোহন থানার ফুল বাগিছা গ্রামের মুন্সির হাওলা মানাগো বাড়ির জোবায়ের হোসেন আকবরের ছেলে।

জানা যায়, গত ১২ এপ্রিল ঢাকার খিলগাঁও এলাকায় মামা বিল্লালের বাসায় বেড়াতে যাওয়ার কথা ছিল কিন্তু মামার বাসায় যায় নাই শিশু মতিউর।

সন্ধ্যা হওয়ার পরও শিশু মতিউর তার নিজ বাসা খিলগাঁওয়ে ফিরে আসেনি। পরে পরিবারের লোকজন খিলগাঁওসহ আশ-পাশের আত্নীয় স্বজনের বাসায় বহু খোজাখুঁজির পর না পেয়ে ওই রাতেই তার বাবা জোবায়ের হোসেন আকবর খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেন। 

এদিকে গত ১২ জুন সোমবার বিকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেল স্টেশন ৮ বছরের একটি শিশুকে একা দেখতে পেয়ে স্থানীয়রা তার কাছে পরিচয় জানতে চায়। শিশুটি তার প্রশ্নের কোন উত্তর না দিয়ে চুপ থাকেন, তখন স্থানীয়রা শিশুটিকে ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করেন। 

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, শিশু মতিউরের সাথে মানবিক বন্ধুত্বসুলভ আচরণ ও উপহার দিয়ে তার কাছ থেকে বাবা, মায়ের নাম ঠিকানা ও তাদের মোবাইল নাম্বার নেন। পরবর্তীতে মতিউরের দেয়া মোবাইলে নাম্বারে যোগাযোগ করে তাকে বাবা মায়ের কাছে হস্তান্তর করেন। 

শিশু মতিউর সাথে কথা বলে আরও জানা যায়, মতিউর বাসা থেকে বের হয়ে ট্রেনযোগে কুমিল্লা চৌদ্দগ্রামের গুনবতী রেলস্টেশনে নামে এবং কুমিল্লা চৌদ্দগ্রামের অজ্ঞাত এক লোকের গাড়ির গ্যারেজে দীর্ঘদিন কাজ করে। 

গ্যারেজ মালিক মতিউরকে পুনরায় মাদ্রাসায় ভর্তি করার কথা বললে মতিউর আবার ট্রেনযোগে ব্রাহ্মণপাড়া থানাধীন শশীদল রেলস্টেশনে আসে। পরবর্তীতে স্থানীয়রা তাকে থানায় নিয়ে আসে। 

টিএইচ